Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন ধূলিয়া ইউনিয়ন পরিষদ অত্র জেলার বাউফল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়েঅত্র ইউনিয়নটি বাউফল উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে মাথা উচু করে দাড়িয়েআছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা ১৮টি প্রাথমিকবিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, 1টিকলেজ, 3টিমাদ্রাসা, ১টি কিন্ডারগার্টেন এবং টিমসজিদ, 7টিমন্দির, সরকারী-বেসরকারী অফিস রয়েছে। সবকিছুমিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।আয়াতনঃ২৫.৭৪ বর্গ কিলোমিটার। মৌজা ০৯টি গ্রাম ১৩ টি লোক সংখ্যা ২০০০০ (শিক্ষারহার) 60,৭৭% মাধ্যমিক বিদ্যালয় 10টি   প্রাথমিক বিদ্যালয় 11টি শিশু কল্যানপ্রাথমিক বিদ্যালয় ১ টি কিন্ডার গার্ডেন বিদ্যালয় 3টি, মাদ্রাসা 59টি,  মসজিদ 59টি কবর স্থান (সরকারী) ১ টি,  ক্লাব/সমিতি 2টি, ডাকঘর ৪ টি, বিদ্যুতায়িত গ্রাম ১০ টি, জমির পরিমাণ ৬৪৭8একর, ইট খোলা 2টি হাট বাজার৯টি।